গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৭:৫৭

সাহস ডেস্ক

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংর্ঘষে মোটরসাইকেলের তিন আরোহীর দুইজন নিহত হয়েছেন। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (০৪ জুন) রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রাম হাজী বাড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- গোপালগঞ্জের পৌরসভার বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী (৪৮) ও একই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লা (৫৮)। পেশায় তারা রাজমিস্ত্রী। আহত শিবু বিশ্বাস (৫০) ওই গ্রামের বাসিন্দা ও হাজী নাদের আলী সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক জানান, শনিবার মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে বেদগ্রাম খালপাড়া সংযোগ সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মজনু চৌধুরী ও জাকির মোল্লা নিহত হন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আহত শিবু বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত