পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

প্রকাশ : ১১ জুন ২০২২, ১৭:২৭

সাহস ডেস্ক

পদ্মায় চলন্ত ফেরি বেগম রোকেয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে যাওয়ার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এতে ফেরির একটি কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। চলন্ত এই ফেরিতে অগ্নিকাণ্ডের সময় অর্ধশতাধিক যাত্রী ও ৩৬টি যানবাহন ছিলো। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফেরির পাম্প দিয়ে পানি ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ফেরির কর্মকর্তারা। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো ফেরি রোকেয়া। মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই ফেরির একটি কেবিনে আগুন লাগে। এতে ফেরির ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০টি গাড়ি ও যাত্রী-চালকদের নিয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। সোয়া ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে অক্ষত অবস্থায় ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। পরে আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে।’

সাহস২৪.কম/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত