পদ্মা সেতুর উদ্বোধন

মাওয়া ও জাজিরায় উৎসবের আমেজ

প্রকাশ | ২৫ জুন ২০২২, ১২:১৭ | আপডেট: ২৫ জুন ২০২২, ১৩:২২

অনলাইন ডেস্ক

বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন ঘিরে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে উপস্থিত হয়েছেন। সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সেতু এলাকায় হাজারো মানুষের ভিড় শুরু হয়েছে।

দেশের সবচেয়ে বড় স্বপ্ন উদযাপন করতে নদীতে অনেক রঙিন নৌকা চলাচল করতে দেখা গেছে। সেতুর সংযোগ সড়কের দু’পাশে ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে সেতু এলাকা ও আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি হিসাব মতে, সেতুটি রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চললের ২১ জেলাকে সরাসরি সংযুক্ত করেছে। এটি জিডিপি প্রবৃদ্ধি  এক দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি করবে এবং বার্ষিক শূন্য দশমিক ৮৪ শতাংশ হারে দারিদ্র্য দূর করে আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সাহস২৪.কম/এএম/এসকে.