পদ্মা সেতু উদ্বোধন: জামালপুর জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রা

প্রকাশ : ২৫ জুন ২০২২, ১৬:১৭

মশিউর রহমান, জামালপুর

পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জায়গা করে নিবে। পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণ উপলক্ষে আনন্দ ‌শোভাযাত্রার আয়োজন করেছে জামালপুর জেলা প্রশাসন। আনন্দ শোভাযাত্রাটি শনিবার (২৫ জুন) সকাল নয়টায় জেলাপরিষদ থেকে শুরু হয়, শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সহ  অন্য কর্মকর্তারা। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক ও সেতু বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আলাদা আলাদা ব্যানার সহ শোভাযাত্রায় অংশ নিয়েছিল সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।

জেলার সকল সরকারি প্রতিষ্ঠান ছাড়াও, আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নিয়েছিল। আনন্দ শোভাযাত্রা শেষে জেলা শিল্প কলা একাডেমিতে বেলুন উড়ানো হয়। এসময় সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বসে সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মাসেতু উদ্বোধনের লাইভ অনুষ্ঠান উপভোগ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত