বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১৯:৫৯

সাহস ডেস্ক

বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে রয়েছে সরকার। সরকারি ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। সরকারের পাশাপাশি যারা বেসরকারি ভাবে ত্রাণ বিতরণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন দুর্গত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি ও খাদ্য সামগ্রী। তাই এ বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাইকে সাধ্যমতো সহায়তা করতে হবে। শনিবার (০২ জুলাই) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রাণীগঞ্জ ইউনিয়ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় বন্যায় অসহায় মানুষের ক্ষতি হওয়া কাঁচা ঘরবাড়ি পুনঃনির্মাণে সরকারের পদক্ষেপ কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতি হওয়া কাঁচা ঘরবাড়ি মেরামতের জন্য সরকারিভাবে টিনসহ মেরামত সামগ্রী দেওয়া হবে।

এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সহকারি জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুর রব সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধূ সদন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আ.লীগ নেতা আকমল খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, যুবলীগ নেতা হুমায়ূন আহমদ, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, জেলা ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ জামাল, আজিজ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত