তেঁতুলিয়ায় ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ১৯ জুলাই ২০২২, ১৯:১৮

পঞ্চগড় প্রতিনিধি
ছবি : তেঁতুলিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করার অপরাধে বিভিন্ন অংকে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সচেতন করা হয়। 

অভিযান সূত্রে জানা যায়, এসময় তেঁতুলিয়া সদর বাজারে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং আমদানিকারক বিহীন বিদেশী পন্য বিক্রয়ের দায়ে  ৪৫ ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়য়। সীমান্ত কসমেটিক্সকে ২ হাজার। মন্জু কসমেটিক্সকে ২ হাজার। রুফাইদা কসমেটিক্সকে ২ হাজার ও ভাই ভাই কসমেটিক্সকে ১ হাজার। 

সাহস২৪.কম/টিআর/এসটি/এসএস