গালে নৌকা চিহ্ন নিয়ে শিশুর জন্ম

প্রকাশ | ০৩ আগস্ট ২০২২, ১৫:৪৫

মশিউর রহমান

মুখমণ্ডল বা শরীরের যেকোনো স্থানে জন্মদাগ থাকতে পারে। তবে জামালপুরের সরিষাবাড়ীতে জন্মের সাতমাস পর প্রকাশ হয়েছে শিশুর গালে নৌকা প্রতিকের জন্মগত চিহ্ন। শিশুটি সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের আরিফুল হক এর সন্তান।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের আব্দুল হকের ছেলে আরিফুল হকের সাথে ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকার হারুন অর রশিদের মেয়ে হাসি আক্তারের ১০ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে ২টি পুত্র সন্তানের জন্ম হয়। 

বড় ছেলে বন্ধন আরামনগর কামিল মাদরাসার ৪র্থ শ্রেণিতে ও ছোট ছেলে লাবীব চাইল্ড মমস স্কুলের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।  ২০২১ সালের ৬ ডিসেম্বর আরিফুল হাসি দম্পতির ঘরে জন্মগ্রহণ করে একটি  কন্যা শিশু।  জন্মের পর শিশুটির গালের ডান পার্শে নৌকার মতো চিহ্ন পরিলক্ষিত হয়।

শিশুর পিতা আরিফুল হক জানান- বাচ্চার গালের ডানপাশে নৌকা চিহ্ন ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে। ফলে এখন আর গোপন রাখা সম্ভব হচ্ছে না। শিশুটিকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। এলাকার লোকজন কন্যা শিশুটিকে নৌকা কন্যা হিসেবে অভিহিত করছে।

সাহস২৪/রাজ