লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশ | ২৪ আগস্ট ২০২২, ২০:৪৬

ফয়েজুর রহমান রকি,লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর জেলার নাবাগত পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৩ টার সময় জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়ন্ত্রণ, উন্নয়ন, মাদক ইভটিজিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি কামাল হাওলাদার,  সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক সম্পাদক আবদুল মালেক।  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা,ডিআইও-১ জনাব এ কে এম আজিজুর রহমান মিয়া। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।