প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগানের মালিকদের বৈঠক চলছে

প্রকাশ | ২৭ আগস্ট ২০২২, ১৯:১৫

নিজস্ব প্রতিবেদক
ছবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মজুরি বাড়ানোর দাবিতে ৯ আগস্ট থেকে শুরু হওয়া চা শ্রমিকদের আন্দোলনে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শুরু হয়েছে। এতে ১৩ জন মালিক অংশ নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে।  

প্রসঙ্গত, চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। এরপর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা।

গত ১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। এর মধ্যে কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও তা সমাধান হয়নি। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে থাকা চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান শ্রমিকরা।

সাহস২৪.কম/এসএস