বন বিভাগের অভিযানে অবমুক্ত ৫ শালিক

প্রকাশ | ২৯ আগস্ট ২০২২, ১৭:০৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২২, ১৭:৩১

ছবি : উদ্ধার করা শালিক পাখি।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে অভিযান চালিয়ে ৫টি শালিক পাখি উদ্ধার করেছে পিরোজপুর বন বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) রেঞ্জার মিজানুর রহমান দৈনিক সাহসকে জানন, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে বিক্রয়ের জন্য রাখা ৫টি শালিক পাখি জব্দ করি। এসময় অবৈধ পন্থায় বন্য পাখি নিজ হেফাজতে রাখার অপরাধে পাখি বিক্রেতা শহিদুল ইসলামকে (৪৭) আটক করা হয়।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায় অভিযুক্ত শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বন থেকে পাখি ধরে বাজারের নিজ দোকানে বিক্রি করতেন।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুনন্নেসা খানম ভ্রাম্যমাণ আদালেতের মাধ্যমে শহিদুলকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং পাখিগুলো বাজার সংলগ্ন বনে অবমুক্ত করেন।

সাহস২৪.কম/এসএস