উলিপুরে ভাঙ্গন কবলিত এলাকায় বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬

তানভির হোসেন রাজু, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এসময় অসহায় ১ শত ২৫টি পরিবারের মাঝে নগদ অর্থ, ডেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় শুক্রবার (০২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পশ্চিম বজরা ভাঙ্গন কবলিত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

নদী ভাঙ্গনে ভিটামাটি হারা ২৫টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ১ শত পরিবারের মাঝে শুকনা খাবার হিসাবে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ধনিয়া, মরিচ ও হলুদের গুড়া বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত