জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২

সাহস ডেস্ক

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইমন আহমদ (২১) সিলেট নগরীর সুবিদবাজারের হাজিপাড়ার নীলাচল ৩৭ নম্বর বাসার স্বপন মিয়ার ছেলে।

নিহতের ভাই সুমন আহমেদ বলেন, ইমন বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরীর রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তখনও তার পালস ছিল। তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার মারা যাওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত