বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ১২:৪৭

নিজস্ব প্রতিবেদক
ছবি : রোহিঙ্গা উদ্ধার।

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় রোহিঙ্গাসহ ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

ঢাকার কোস্টগার্ড সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, টেকনাফের বাহারছড়া এলাকায় সকাল ৬টার দিকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারটি উল্টে যায়।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে ২৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।’

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত