ফের ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ১৮:১৪

দুই দিনের ব্যবধানে ফের চলন্ত ট্রেনে কাটা পড়ে খুলনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দৌলতপুর স্টেশনের কাছে খুলনা অভিমুখী সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে রুবেল নামের ওই যুবকের মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর হাউজিং স্টেট বাজারের ৭ নম্বর ক্যাম্প এলাকার আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী একটি ট্রেন দৌলতপুর স্টেশন ক্রস করছিল। এসময় ট্রেন আসছে দেখেও রুবেল রাস্তা পার হতে যায়। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দেয়।
এব্যাপারে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত সোমবার (২৮ নভেম্বর) নগরীর শিরোমনি এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে সরকারি আজম খান কমার্স কলেজের এক ছাত্রের মৃত্যু হয়।
সাহস২৪.কম/এএম.
মতামত দিন | পুরনো ফলাফল |