x

এইমাত্র

  •  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের উড়িয়ে প্রথমবারের মত ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ; স্কোর: বাংলাদেশ ১৩.১ ওভারে ১০২/০; তামিম ৪১*, লিটন ৫০*), আয়ারল্যান্ড ২৮.১ ওভারে ১০১/১০ (হামফ্রেস ৪*; হিউম ৩, ক্যাম্ফার ৩৬)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোবরা বাবুল গ্রেপ্তার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩৬

নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি আক্তারুজ্জামান কোবরা বাবুলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানান নড়াইল সদর ওসি মাহমুদুর রহমান।

তিনি আরও জানান, শনিবার বিকালে খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে কোবরা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কোবরা বাবুল নড়াইল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে।

প্রায় এক বছর আগে নড়াইলের আদালতে অস্ত্র মামলায় বাবুলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। রায় ঘোষণার সময় বাবুল পলাতক ছিলেন।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আপনিও কি তাই মনে করেন?