পাথরঘাটায় চিত্রা হরিণের চামড়া উদ্ধার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮

মাহমুদুর রহমান রনি, বরগুনা

বরগুনার পাথরঘাটার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে ২টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা কোস্ট গার্ড। সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন হরিণঘাটা খাল সংলগ্ন পশ্চিম চরলাঠিমারা এলাকা থেকে এসব চামড়া উদ্ধার করা হয়।

বিসিজি পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ শাফায়াত আবরার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্ট গার্ড অভিযান চালিয়ে  ১টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করা হয়। এসময় হরিণের চামড়া পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, জব্দকৃত চিত্রা হরিণের চামড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত