ময়মনসিংহে বাবা-ছেলে খুনের ঘটনায় মূলহোতাসহ আটক ৪

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৯

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা ও ছেলে নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাভার ও গাজীপুর জেলার জয়দেবপুর থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল হাসান খান সংবাদ সম্মেলনে জানান, এর আগে বুধবার বিকালে সদর উপজেলার চুরখাই গ্রামের আবুল খায়ের (৬০) ও তাঁর ছেলে ফরহাদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া আসামিদের শুক্রবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

সাহস২৪.কম/এএম.