জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭
দিনাজপুরের ঘোড়াঘাটে জমির মালিকানা সংক্রান্ত বিরোধে জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আমেনা বেগম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বারো পাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, মালিকানা বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা হাল চাষ করার সময় বাধা দিতে যান আমেনা বেগম। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্হলে যান। লাশ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জমির মালিকানা বিরোধে ১০দিনের ব্যবধানে ঘোড়াঘাটে এটি তৃতীয় হত্যার ঘটনা। এর আগে ২৫ জানুয়ারি ঘোড়াঘাটের খোদাদপুর গ্রামে জমির মালিকানা বিরোধে ছুরিকাঘাতে এবং পিটিয়ে হায়দারের ছেলে আসাদুজ্জামান এবং চাচাতো ভাই রাকিবকে হত্যা করেছিল প্রতিপক্ষরা।
সাহস২৪.কম/এএম.