হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় রাকিব হাসান (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল চালক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর আলম বলেন, দুপুর দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। প্রাথমিকভাবে আমরা তার নাম জানতে পেরেছি রাকিব হাসান। তিনি ঠিকাদার ছিলেন। কি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে বা চাপা দিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।
সাহস২৪.কম/এসএস