কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, আহত ১০

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৮

সাহস ডেস্ক

চাঁদপুরের কচুয়া উপজেলার এক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা বাজারে সুলতান আহমেদের সার ও কীটনাশক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও এলাকাবাসী প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন নেভানোর সময় দশজন সামান্য আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল বাহিনীর সদস্যরা।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, সুলতান আহমেদ এর ভ্যারাইটিজ ও সার দোকান, জিলানী মিয়ার মোবাইল ও কম্পিউটার ও হানিফ মিয়ার ডেকোরেটর দোকান। ক্ষতিগ্রস্থদের মধ্যে সুলতান আহমেদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে এদের নগদ টাকাও পুড়ে যায়। খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত