চট্টগ্রামের ভিআইপি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৩

সাহস ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে অবস্থিত শপিংমল ও আবাসিক বহুতল ভবন ‌ভিআইপি টাওয়ার-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেখানকার মানুষদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ভিআইপি টাওয়ারের প্রধান ফটকে বাঁশের খুঁটির সঙ্গে চট লাগিয়ে দ্বিতীয় তলায় মেরামতের কাজ চলছিল। সেখানে গ্যাস দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় চটে আগুন ধরে। পরে তা ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুড়ে যায় টাওয়ারের ডিস, ইন্টারনেট ও বিদ্যুতের তার। আলমাস সিনেমা হল মোড় থেকে কাজীর দেউড়ির মোড় পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকে।

আগুন লাগার ১৫ মিনিট পর নগরীর নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। অবশ্য তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল মোত্তালেব বলেন, ভিআইপি টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে যায়।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত