হাতিয়ায় ১০০ মণ জাটকাসহ আটক ৫

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯

সাহস ডেস্ক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জন মাঝি-মাল্লাসহ একটি মাছের বোট আটক করেছে কোস্টগার্ড। এসময় ওই বোট থেকে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আগামীতে এমন কাজ করবে না মর্মে আটককৃত ৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর ডালচর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড বিসিজি স্টেশান হাতিয়ার স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোলার মনপুরা থেকে মেঘনা নদীর ডালচর হয়ে একটি কেরিং বোট জাটকা ইলিশ নিয়ে নোয়াখালী চেয়ারম্যান ঘাট এলাকায় যাচ্ছিল। তথ্য পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি দল ডালচর এলাকায় অবস্থান নেয়। মাছ বোঝাই বোটটি ডালচর এলাকায় পৌঁছে ৫ জন মাঝি-মাল্লাসহ সেটি আটক করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করে পাঁচ মাঝি-মাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সকালে জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গরীব-অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত