বিএনপি নষ্ট রাজনীতির হোতা: ওয়বাদুল কাদের

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে নষ্ট রাজনীতির হোতা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়বাদুল কাদের বলেছেন, বিএনপি সুযোগ পেলেই মানুষের ওপর নির্যাতন করবে। তারা নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করে হিজাব, বোরখা পড়াবে। এই সঙ্গে এই দেশকে আফগানিস্তান বানাবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে দাওয়াত দিলো কি না শেখ হাসিনা তার পরোয়া করেন না। এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের গণতন্ত্র।

তিনি বলেন, অনেক চেষ্টা করেও বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ পায়নি। বিদেশি বন্ধুরাও বিএনপির সঙ্গে নাই।

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই। বিএনপির গণজোয়ার আর আসেনা।

এসময় বৈশ্বিক পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে কাদের বলেন, বিশ্ব সঙ্কটেও সরকার অতিরিক্ত টাকা দিয়ে জ্বালানি, খাদ্যশস্য কিনছে, ভর্তুকি দিচ্ছে, যাতে মানুষের কষ্ট না হয়।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত