হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি করায় আটক ২

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ১৭:২১

সাহস ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহালিয়া হাওরের ১৬নং ও ১৯নং পিআইসির সভাপতি ফজলুল হক ও মোশাহিদকে আটক করার নির্দেশ দেন। পরে থানা পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ করা কথা কিন্তু প্রকল্পের ১৬নং ১৯নং প্রকল্পের কাজে গাফিলতির কারণে এখনও শেষ করতে পারেনি। তাদের গাফিলতির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত