রামগতিতে ৩ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৯
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৬:২২
লক্ষ্মীপুরের রামগতিতে শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে চার হাজার কেজি জাটকা ইলিশ ও বিভিন্ন প্রকার মাছ জব্দ করা হয়েছে। এসময় ৯ জনকে আটকের পর জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, অভয়াশ্রম রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্ত বিসিজি স্টেশন, রামগতির নেতৃত্বে লক্ষীপুরের রামগতি থানার চৌধুরীর হাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে বহনকালে একটি ট্রাকসহ ৭৫ মণ ইলিশ, ২৫ মণ পোয়া এবং চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় ট্রাক ড্রাইভারসহ মোট ৯ জন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে,রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম শান্তনু চৌধুরীর উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া, আটকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
সাহস২৪.কম/এএম.