হাজারীবাগে ১৩তলার ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৬:১৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের ১৩তলার ছাদ থেকে পড়ে রহিদুল ইসলাম (৩৫) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে পিলখানা ৪ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, পিলখানা ৪ নম্বর গেটের সামনে একটি ১৩তলা ভবনে কাজ করতো রহিদুল ইসলাম। সে ওখানে রডমিস্ত্রি হিসেবে ছিল। ১৩তলার ছাদে কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানাকে জানিয়েছি।’

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত