খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৬:৩০

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙায় মালবাহী পিকআপের সঙ্গে মোটরাইকেলের সংঘর্ষে মো. মেহরাজ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার(২৩ মার্চ) সকালে মাটিরাঙায় যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহরাজ মাটিরাঙ্গার রুসুলপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গার যৌথখামার এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সবজিবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহরাজ গুরুতর আহত হলে স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙার পৌর মেয়র মো. শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ট্রাফিকিং ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় দ্রুত গতির যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটছে।

পুলিশ পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত