নারায়ণগঞ্জে ভবন বিস্ফোরণ; আরও একজনের মৃত্যু

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৬:৪৩

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জ সদরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শাহজাহান (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিস্ফোরণের ঘটনায় মোট দুই জনের মৃত্যু হয়েছে।

মৃত শাহজাহানের বাড়ি পটুয়াখালির দশমিনা উপজেলার পাতারচরে। বাবার নাম আলি খান।

এর আগে, শনিবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ সদরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত ৭ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আওলাদ হোসেন (৫০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিলো শাহজাহানসহ ৩ জনকে।

নিহত আওলাদের সহকর্মী আলমগীর হোসেন ওইদিন জানান, তারা নারায়ণগঞ্জ সদর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ট্রাক থেকে ঠেলাগাড়িতে মালামাল নামাচ্ছিলেন। রাস্তায় প্রচুর জ্যাম ছিলো। কেউ হেটে যাচ্ছিলো। এমন সময় হঠাৎ পাশের একটি দোতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে সেখনকার ইট এসে তাদের মাথার উপর পড়ে।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত