ফরিদগঞ্জে রমজান উপলক্ষ্যে ১ টাকা লাভে ইফতার ও ক্রয়মূল্যে ওষুধ বিক্রি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৮:০৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে রমজান উপলক্ষে দুই ব্যবসায়ী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা মহিলা মাদরাসা সংলগ্ন শাহ আলম তার দোকান ‘মো.শাহ আলম স্টোরে’ মাত্র এক টাকা লাভে বিক্রি করছেন ইফতার সামগ্রী। একই উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তফা কামাল তার ‘মায়ের দোয়া ফার্মেসিতে’ মানুষের কাছে কেনা দামে ওষুধ বিক্রির ঘোষণা দেন ও লিফলেট বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে আসন্ন ঈদের চাঁদরাত পর্যন্ত তারা এ উদ্যোগ চালু রাখবেন।

শাহ আলম জানান, বৃহস্পতিবার থেকে তিনি তার দোকানে ছোলা, খেসারি ডাল, বেসন, মুড়ি,  চিড়া, খেজুর ইত্যাদি মাত্র এক টাকা লাভে বিক্রি শুরু করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এবং ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফা এ খবর জনগণের কাছে পৌঁছে দেন।

ফলে উভয়ের দোকানে রোজার পণ্য ও ওষুধ কেনার অনুরোধ বেড়েছে বলে জানান শাহ আলম ও মোস্তফা।

তাদের এ ব্যাতিক্রম উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।

চাঁদপুর জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে এক বিবৃতিতে চাঁদপুরের সকল ব্যবসায়ীদেরকে রোজার মাসে জনস্বার্থে অতি অল্প লাভে ইফতার সামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করার আহ্বান জানান।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত