কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহ

প্রকাশ : ১৬ মে ২০২৩, ১২:৩০

নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়ক ফারুকের মরদেহবাহী এম্বুলেন্স

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা পৌনে ১২টায় উত্তরার বাসা থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

বেলা পৌনে ১২টায় মরদেহবাহী এম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে চিত্রনায়ক ফারুকের মরদেহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে গ্রহণ করা হয়। এরপরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হয়েছে।  

উল্লেখ্য, ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন তিনি। সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত