সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধ করতে চাই: কবির বিন আনোয়ার

প্রকাশ : ২৫ মে ২০২৩, ১৫:৪১

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃহস্পতিবার ‘স্মার্ট কর্ণার’ উদ্বোধন করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, ডিজিটালাইজড হচ্ছে বাংলাদেশ। আমরা উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধ করতে চাই। তাই সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সারাদেশে আওয়ামী লীগের প্রতিটি দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করা হবে।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, মূলত দলকে ডিজিটালাইজড বা স্মার্ট করতে এই পরিকল্পনা। পর্যায়ক্রমে দেশের ৭৮টি দলীয় কার্যালয়কে এই স্মার্ট কার্যালয়ের আওতায় নেয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতরা।

উদ্বোধন শেষে সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার আরো বলেন, আগামী জুন মাসের মধ্যে সব দলীয় কার্যালয়ে হবে স্মার্ট কর্ণার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত