গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ থেকে ৮ জুন বন্ধ

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৫:২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশব্যাপী তীব্র তাপদাহ

সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। দেশে বৃষ্টিপাত না হওয়ায় প্রতিদিন তাপমাত্রা আরো বাড়ছে। যে কারণে প্রকৃতি ও প্রাণিকূলের নাভিশ্বাস উঠেছে। তাপদাহের কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন (সোমবার) থেকে ০৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। 

দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার।

রবিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়।

তীব্র তাপপ্রবাহ বলা হয় যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রি বা তার বেশি হলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত