সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৬:১৭

সিরাজগঞ্জের তাড়াশে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন) সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের পাশে হেদার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের পাশ দিয়ে বয়ে চলা হেদার খালে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।