ময়মনসিংহে ভারতীয় চিনিসহ চোরাকারবারী আটক
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৬:২৯

ময়মনসিংহের ফুলপুরে ২,৫০০ কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারী সুমনকে আটক করেছে র্যাব-১৪। শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার বওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি সুমন শেখ ফুলপুর উপজেলার বাওলা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
র্যাবের-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন রোববার সকালে জানান, আটক সুমন শেখ দীর্ঘদিন ধরে চোরাই পথে বিদেশি পণ্য বাংলাদেশে এনে বিক্রি করেন। তিনি কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি দেশে আমদানি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে তার পিকআপ ভ্যান তল্লাশী করে ২৫০০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায় এবং এ ঘটনায় পিকআপ ভ্যান ও চিনি জব্দ করা হয়েছে। আটক সুমনকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানান আনোয়ার হোসেন।