সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৮:০৭

“প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্ট্ররেট প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
জেলা প্রশাসনের সহযোগীতায় ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান, এনজিও কর্মী আসাদুজ্জামান চৌধুরী, মো. শাহীন আলম, জাকির হোসেন, কাজী মোরশেদসহ আরো অনেকে।