ভোমরা স্থলবন্দরে ৮১ দিন পর এলো ভারতীয় পেঁয়াজ

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৭:৪৬

সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সোমবার সন্ধ্যায় পেঁয়াজ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ট্রাক।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৮১ দিন পর এলো ভারতীয় পেঁয়াজ। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সোমবার সন্ধ্যায় ১৯টি ট্রাক পেঁয়াজ নিয়ে বাংলাদেশে ঢোকে। বাংলাদেশে প্রবেশে করে প্রায় ৬ শ’ মেট্রিকটন পেঁয়াজ।

মঙ্গলবার (০৬ জুন) শতাধিক ট্রাক পেঁয়াজ ঢোকার আশা করছেন বাংলাদেশ ব্যবসায়ীরা। প্রতি টন পেঁয়াজ ২২০ থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে বলে জানান তারা। 

এদিকে, বাংলাদেশে বাজারে পেঁয়াজ প্রবেশ করায় সাতক্ষীরাসহ দেশের অনেক স্থানে দাম করেছে। তারা জানান, বাজারে ১০ থেকে ২০ টাকা প্রতি কেজি কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে খুশি ক্রেতা ও বিক্রেতারা।

সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকার কমে চলে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

দেশীয় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১শ’ টাকায় উঠে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত