জামালপুরে লোডশেডিং হওয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:৫৮

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। অবস্থান কর্মসূচির পর বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেলের কাছে স্মারকলিপি জমা দেয়।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

দলীয় সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা বসাকপাড়ার সিএন্ডবি মোড় থেকে একটি মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে যাওয়ার সময়  সদরঘাট মসজিদ এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত