চুয়াডাঙ্গায় স্বামীর রডের আঘাতে স্ত্রী নিহত

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পারিবারিক কলহের কারণে স্বামীর রডের আঘাতে নয়নতারা (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সুমিরদিয়া গ্রামের কলোনীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নয়নতারা সুমিরদিয়া গ্রামের কলোনিপাড়ার লন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা চলে আসছিল। এ কারণে প্রায় সময় নয়নতারা বাপের বাড়ি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে থাকতেন। ১৪ দিন পর সোমবার সন্ধ্যায় সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে সুমিরদিয়ায় স্বামীর বাড়ি আসেন তিনি। 


পরে রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন নয়নতারা। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন বলে তুই এ বাড়িতে কেন এসেছিস? এরপর তর্কবিতর্কের এক পর্যায়ে লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে স্বামী। এতে ঘটনাস্থলেই মারাযায় স্ত্রী নয়নতারা। 

নয়নতারার মরদেহ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ারের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তার স্বজনেরা। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, এঘটনার পরই অভিযুক্ত স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত