নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় ট্রাকচাপায় মামুন খান (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই মামুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মামুন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ওহাব আলী খানের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে থাকতেন।
মামুনকে হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা নাদিম খান জানান, এলাকাতে মামুনের ইলেকট্রিক পণ্যের ব্যবসা রয়েছে। সকালে চাচা-ভাতিজা মোটরসাইকেল যোগে নরসিংদীর পাঁচদোনা এলাকায় যাচ্ছিলেন। পথে ভুলতার গাউছিয়া এলাকায় পৌঁছলে তাদের সামনে চলন্ত একটি প্রাইভেটকার হঠাৎ সিগন্যাল না দিয়ে দিক পরিবর্তন করে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে মামুন ছিটকে রাস্তায় পড়ে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মামুনের দুই পা থেতলে যায়। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি পালিয়ে যায়। মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।