চার দফা দাবিতে ডিএমএফ চিকিৎকদের মানববন্ধন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯

গাইবান্ধা প্রতিনিধি
ছবি: সাহস

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একমত ঘোষণা করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডিএমএফ চিকিৎকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার ডিএমএফ চিকিৎসকরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিএমএফ চিকিৎসক আইভী আক্তার, মো. রেজাউল করিম রেজা, মো. সামিউল ইসলাম বসুনিয়া, শয়ন কুমার, মো. মাসুদ রানা, মো. শফিকুল ইসলাম, মো. নাজমুল হুদা প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ, অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের ন্যায় ১ বছরের ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে 'মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ' নামে বোর্ড গঠন এবং অনতিবিলম্বে শূণ্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সুযোগের দাবি তুলে ধরা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত