দৈনিক প্রথম আলোকে আইনি নোটিশ পাঠাল ইসাবেলা ফাউন্ডেশেন 

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ২৩:০৬

সাহস প্রতিবেদক

কপিরাইট দাবি করে দৈনিক প্রথম আলোকে আইনি নোটিশ পাঠিয়েছে ইসাবেলা ফাউন্ডেশন। তাদের বানানো ভিডিও পুনঃপ্রস্তুত করে ইউটিউবে দেয়ার কারণে সোমবার দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কাছে আইনি নোটিশ পাঠায় অলাভজনক প্রতিষ্ঠান ইসাবেলা ফাউন্ডেশন।

বাংলাদেশ বন বিভাগের সুফল প্রকল্পের আয়তায় গত বছর থেকে বিপন্ন ও বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর নিয়ে কাজ করছে ইসাবেলা ফাউন্ডেশন। কাজের অংশ হিসাবে বেশকিছু গবেষণাধর্মী প্রতিবেদন ও ভিডিও তৈরি করে প্রতিষ্ঠানটি। কিন্তু কোনো প্রকার অনুমতি ছাড়াই ইসাবেলা ফাউন্ডেশনের ভিডিও পুনঃপ্রস্তুত করে ইউটিউবে আপলোড করে প্রথম আলো, যা কপিরাইট আইন ২০০০-এর ৮২ ধারার পরিপন্থি। প্রথম আলোকে ভিডিওটি আগামী ৭ দিনের মধ্যে মুছে ফেলতে বলা হয়েছে আইনি নোটিশে।  

ইসাবেলা ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের ওপর বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করে আসছে। এরই মধ্যে এ কাজের জন্য দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছে ইসাবেলা ফাউন্ডেশন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত