মিরপুরে বিআরটিসির বাসে আগুন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৫:৪৫

সাহস ডেস্ক

ছবি: সংগৃহীত
সরকার পতন ও নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে বিআটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি আগুন দেয়া হয় বলে সংবাদ আসে। পরে আমাদের দুটি কাজ করে বাসটির আগুন নির্বাপণ করে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে।