কলাপাড়ায় কৃষক সমাবেশ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫
৪০ কেজিতে মন ও ধানের ন্যায্যমুল্যের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ-বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে কৃষকরা। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। এতে কৃষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
এ সময় উপজেলার সকল খাল, বিল, জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করা সহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবী জানানা তারা। ঘন্টা ব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, কমরেড নাসির তালুকদার, শি¶ক আতাজুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, নাসির উদ্দিন বিপ্লব, নয়নাভিরাম গাঈন প্রমূখ।