বন্দর ও সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশে অবরোধ সমর্থনে বন্দর ও সিদ্ধিরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সকালে নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ১১তম দফায় ৩৬ ঘন্টা সর্বাত্মক অবরোধের শেষদিনে অবরোধ সমর্থনে বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা।

অপরদিকে সকাল দশটার দিকে অবরোধ সমর্থনে সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা যবদলের নেতাকর্মীরা।

এসময় যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, একতরফা তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত