জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনই পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

জানা যায়, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন আরো ৩ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অটোরিকশাটি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল।    

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত