পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

সাহস ডেস্ক
জি এম কাদের। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য আমরা চেষ্টা করছি। তবে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বুঝে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ভোটাররা সংশয়ে আছেন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে জি এম কাদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব বেশি খারাপ বলা যাবে না। তবে ভোটারদের যে আশংকা তা উড়িয়ে দেওয়ার মতো না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছে ঠিক আছে এবং ঠিক থাকবে। আমরা সেই বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। দেখি শেষ পর্যন্ত কী হয়।

জাতীয় পার্টির অন্য প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাওয়ার মতো প্রয়োজন হয়নি। যেখানে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি। তবে অন্য নির্বাচনের মতো এই নির্বাচন সেভাবে হচ্ছে না। প্রার্থীরা নিজেরাই প্রচারণাসহ অন্যান্য কাজ করছেন।

নির্বাচন থেকে জাতীয় পার্টির অনেক প্রার্থী সরে যাচ্ছেন, বিষয়টি দলের ওপর প্রভাব ফেলবে কি-না এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন, আমাদের দোষ দিয়ে যারা মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে সরে যাচ্ছেন নির্বাচন থেকে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং উদ্দেশ্য প্রণোদিত। যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন, তারা নিজেদের স্বার্থে সরে যাচ্ছেন। এগুলো যাচাই-বাছাই করে আগামীতে তাদের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।

রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নেওয়ায় ভোটযুদ্ধে জি এম কাদেরসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত