সিএনজি অটোরিকশাযোগে ছিনতাই

সিলেটে যাত্রী ও চালকবেশে স্প্রে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২২ মে ২০২৪, ১৭:২১ | আপডেট: ২২ মে ২০২৪, ১৭:৩২

Desk Report

সিলেট নগরীতে সিএনজি অটোরিকশাযোগে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএনজি অটোরিকশায় যাত্রী ও চালকবেশে ছিনতাই চক্রে জড়িত দুইজন আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলো- ইব্রাহিম হোসেন ইমন ও আছকন্দর আলী। মঙ্গলবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। নগরীতে নিয়মিত ছিনতাই’র শিকার হচ্ছেন অনেকে। অটোরিকশা নিয়ে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে মূল্যবান সামগ্রী ও দরকারি দলিলপত্র হারাচ্ছেন অনেকেই।

চক্রটি অটোরিকশার ভেতরে অস্ত্র ধরে অথবা চেতনানাশক স্প্রে করে যাত্রীর সর্বস্ব লুটে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। সমপ্রতি এই চক্র সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যমে অনেকেই প্রচার করছেন।