একতরফা নির্বাচন কমিশন গঠন চলবে না: রিজভী

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৩০

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রধানমন্ত্রীর কুপরামর্শে একতরফা নির্বাচন কমিশন গঠন করলে চলবে না। এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে সব রাজনৈতিক দলের আস্থা থাকবে। নির্বাচন কমিশন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এছাড়া ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ চুক্তি দেশের স্বার্থবিরোধী। এ চুক্তির ফলে ভারত বেশি লাভবান হবে।