কেজরিওয়াল করোনায় আক্রান্ত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ১২:৪৩


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার শরীরে ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বর্তায় অরবিন্দ বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন।
মুখ্যমন্ত্রী একই সাথে গত কয়েক দিনে তার সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইনে থাকার এবং করোনাভাইরাস পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
কেজরিওয়াল টুইটার বার্তায় বলেন, ‘আামি পরীক্ষায় কোভিড পজিটিভ। আমার হালকা করোনাভাইরাস উপসর্গ দেখা দিয়েছে। আমি বাসায় নিজে আলাদা রয়েছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা অনুগ্রহ করে নিজে আলাদা থাকেন এবং করোনাভাইরাস পরীক্ষা করান।’
ভারতের বিভন্ন রাজ্যে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। আবার আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। রাজধানী দিল্লিতে জিনোম সিকোয়েন্সিং নমুনায় ওমিক্রন পাওয়া গেছে। জানা গেছে, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৪ শতাংশেই ওমিক্রন পজিটিভ।