শুরু হলো ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

প্রকাশ | ০৫ মার্চ ২০১৭, ১৩:৫৭

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রতিথযশা ৪০ জন শিল্পীর ১০০টি শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ‘সমতট সোনারগাঁ’ ০৪ মার্চ থেকে ১৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ০৬ নং গ্যালারিতে যৌথভাবে আয়োজন করছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী ২০১৭।

আজ ০৪ মার্চ সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল, বরেণ্য শিল্পী হাশেম খান এবং অধ্যাপক মুনতাসির মামুন। অনুভূতি ব্যক্ত করেন শিল্পী আবু তাহের এবং স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ: কাইয়ুম চৌধুরী, আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, ধীরাজ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহম্মেদ, অলকেশ ঘোষ, বীরেন সোম, রেজাউল করিম, আব্দুর শাকুর শাহ, আব্দুল মান্নান, জামাল আহমেদ, রণজিৎ দাস, মুহাম্মদ ইউনুস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, মো. মনিরুজ্জামান, নিসার হোসেন, মুহাম্মদ ইকবাল, রাব্বানী শামীম, রাফী হক, আনিসুজ্জামান, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, শুভ্রানা শামীম, গুলশান হোসেন, বিপাশা হায়াত, ছামিনা নাফিজ, সর্বরী রায় চৌধুরী, আলপ্তগীন তুষার, আব্দুস সাত্তার তৌফিক, মোহাম্মদ কামালুদ্দিন, দুলাল চন্দ্র গাইন, শহীদ কাজী, সুমন ওয়াহিদ, প্রদ্যোত কুমার দাস, আব্দুল মোমেন মিল্টন ও মাহমুদুল হাসান সোহাগ।

প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।